Release Title: Tumio to amar moto vishon eka
Singer Name: Prashanta Chakraborty
Music Director: Dr. Daipayan Karmakar (Daeron Studios)
Lyricist: Lyrics- "তুমিও তো আমার মতো ভীষণ একা" জানি আমি তুমিও তো আমার মতো ভীষণ একা, তোমাকেও ঘিরে ধরে মাঝরাতের বিষণ্ণতা। তখন তুমি মুঠোফোনে হারিয়ে যাও অন্তর্জালের গভীরতায়। জানি আমি তোমারও তো মাঝে মাঝে প্রেম পায়, হাতে নিয়ে আয়নাটা চোখ রাখো গভীরতায়। তখন তোমার বুকের ভেতর কতো রক্ত ঝরে, শুধু ভান করো ভালোথাকার। কখনো যদি ভুল করে মনে পড়ে এই আমায়, অভিমান ভুলে ফিরে এসো ঘরে, হাত রাখো মোর দরজায়। তখন তুমি দেখবে এসে কী নিয়ে বাঁচি, শুধু সাজিয়েছি বিরহ তোমার।
Genre: Indian
Language: Bengali
ISRC:
UPC:
To takedown this release, please email us at [email protected]