Release Title: Faguner Haowa
Singer Name: Prashanta Chakraborty
Music Director: Soumen Kanti Ghosh & Parshwik Ghosh
Lyricist: Lyrics- 'ফাগুনের হাওয়া' ফাগুনের হাওয়া এসে মিথ্যে বলে যায়, তুমি নাকি খুঁজে গেছো আবারো আমায়। বলেছে মোরে চড়ুই-শালিক পরিবার, এলে যেনো দেখা করি আরো একবার। (2) কেনো ফিরে আবার জ্বালাও আগুন, আমি তো দিয়েছি বিদায় তারে গো ফাগুন। (2) ফাগুনের হাওয়া এসে… তারা-জোনাকিরা মিটিমিটি হাসে, জীবন এসে দাঁড়ায় দেখো মরণের পাশে। (2) ডুবে যাওয়া তরী তো আর ভাসেনা গো জলে, জীবনে এলে না যদি মরণে কেনো এলে? (2) ফাগুনের হাওয়া এসে…
Genre: Indian
Language: Afrikaans
To takedown this release, please email us at [email protected]